সাম্প্রতিক

6/recent/ticker-posts

কৃষকের ১২ মাসের রুটিন, বিস্তারিত কৃষি ক্যালেন্ডার


কোন মাসে কোন ফসল; সফল কৃষকের জন্য এর একটি বিস্তারিত পুঞ্জিকা তৈরি করা জরুরি। কোন মাসে কোন ফসল বপন, রোপণ, পরিচর্যা, কাটা, মাড়াই করতে হয়, গবাদিপশু-পাখি, মাছ ও মৎস্য সম্পদের কী ধরনের যত্ন নিতে হয় সে সম্পর্কে যদি একটি বিস্তারিত ক্যালেন্ডার তৈরি করা থাকে তাহলে বিভিন্ন মৌসুমে ফসল আবাদ নিয়ে আর দ্বিধায় থাকতে হয় না। পুঞ্জিকায় একবার চোখ বোলালেই কৃষক সিদ্ধান্ত নিতে পারবেন এই মাসে তাকে কী করতে হবে, আর সামনের মাসের জন্য কী কী প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

এখানে মাসভিত্তিক এমন একটি বিস্তারিত পুঞ্জিকা তুলে ধরা হলো। সুবিধার জন্য বাংলা মাসের পাশাপাশি ইংরেজি মাসও দেওয়া হলো। নিচের মাসের তালিকায় ক্লিক করলেই সেই মাসের বিস্তারিত পুঞ্জিকা পাওয়া যাবে।

Post a Comment

0 Comments