ইটের দেয়াল মানেই আমাদের ব্যবহার যোগ্য কোনো স্থানের মেঝে ও ছাদ বাদে শুধু দেয়ালই বুঝায়। সেটি হতে পারে আমাদের শোয়ার ঘর, রান্নাঘর, টয়লেট, দোকানঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্টোররুম বা গুদাম এবং গবাদিপশুর বা হাঁস-মুরগীর শেড।
ইটের দেয়ালের পুরুত্ব একেক জন একেক রকম করে থাকেন। তবে স্ট্যান্ডার্ড হলো ৫ ইঞ্চি। এছাড়া ৩ ইঞ্চি থেকে ১০ ইঞ্চি গাঁথুনি দেন অনেকে। সেটি প্রয়োজন অনুসারে করা যেতেই পারে।
বড় ভবনের জন্য সাধারণত ১০ ইঞ্চি আর ভেতরের পার্টিশনের জন্য ৫ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়।
যাই হোক, ইটের যে কোনো অবকাঠামো নির্মাণের আগে একটা আনুমানিক হিসাব অবশ্যই করে নিতে হয়। সে আপনি বাড়ি বা শেডের মালিক হোন, সিভিল ইঞ্জিনিয়ার হোন, কনস্ট্রাকশন সুপারভাইজার হোন আর ঠিকাদার হোন। একটা দেয়াল নির্মাণে কতোগুলো ইট, কয় বস্তা সিমেন্ট আর কতো সিএফটি বালু লাগবে সে হিসাব জানা থাকলে খরচের হিসাবটা সহজেই বের করা যায়। সে হিসাবে প্রস্তুতি ও লাভ-লোকসানের হিসাব করে কাজে নামতে সুবিধা হয়।
বিশেষ করে নতুন খামারি যারা শেড নির্মাণ নিয়ে ভাবছেন তাঁদের জন্য এই হিসাব-নিকাশটা খুব জরুরি। আশা করি, নিচের ক্যালকুলেশনটা তাঁদের কাজে লাগবে।
এখানে ৫ ইঞ্চি গাঁথুনির একটি দেয়াল নির্মাণে প্রয়োজনীয় জিনিসপত্রের একটা হিসাব তুলে ধরা হলো। ইট, সিমেন্ট ও বালুর হিসাব অংক করে দেখানো হয়েছে। এ হিসাব থেকে আপনি যে কোনো মাপের দেয়ালের জন্য র ম্যাটারিয়ালের হিসাব বের করতে পারবেন।
ধরা যাক, আমাদের দেয়ালের দৈর্ঘ্য ১০ ফুট এবং উচ্চতা ১০ ফুট। তাহলে আমাদের দেয়ালের ক্ষেত্রফল হয়,
১০’ x ১০’ = ১০০ বর্গফুট
আমরা যেহেতু ৫ ইঞ্চি গাঁথুনি দিতে চাই, তাহলে আমাদের দেয়ালের পুরুত্ব ৫ ইঞ্চি। তাহলে আমাদের দেয়ালের আয়তন দাঁড়াল,
১০০ বর্গফুট x ৫” = ৪১.৬৭ ঘনফুট (সিএফটি) এখানে, ৫” = ০.৪২ ফুট
আমরা এখানে ম্যাসনরি ব্রিক ওয়াল নির্মাণ করবো সিমেন্ট ও বালু দিয়ে। আমাদের দেশে সচরাচর এটাই করা হয়। তাহলে আমাদের ৫ ইঞ্চি দেয়ালের গাঁথুনির জন্য মর্টারে সিমেন্ট ও বালুর অনুপাত হবে ১:৪। অর্থাৎ চার ভাগ বালুতে আমরা এক ভাগ সিমেন্ট মেশাবো।
আমাদের দেশের সাধারণ ইটের আকার হয় এরকম- দৈর্ঘ্য ৯.৫”, প্রস্থ ৪.৫” আর পুরুত্ব ২.৭৫”। মর্টার দিয়ে জোড়া লাগানোর পর এই ইটের আকার দাঁড়ায়- ১০” x ৫” x ৩”।
তাহলে মর্টারসহ একটি ইটের আয়তন দাঁড়ায়- ১০” x ৫” x ৩” = ০.০৮৭১৫ সিএফটি বা ঘনফুট। এখানে ১ ইঞ্চি = ০.০৮ ফুট।
তাহলে এখান থেকে আমরা প্রয়োজনীয় ইটের পরিমাণ বের করতে পারবো। সূত্রটি হবে- দেয়ালের মোট আয়তনকে মর্টারসহ একটি ইটের আয়তন দিয়ে ভাগ করতে হবে। হিসাবটি নিচের মতো হবে-
৪১.৬৭/০.০৮৭১৫ = ৪৭৮টি। তাহলে আমাদের ১০ ফুট বাই ১০ ফুট একটি দেয়াল বানাতে ইট লাগবে ৪৭৮টি।
এখন আমরা প্রয়োজনীয় মর্টারের হিসাব বের করবো। খুবই সাধারণ হিসাব। এখন যদি আমরা মর্টার বাদে প্রয়োজনীয় ইটের আয়তন থেকে দেয়ালের আয়তন বাদ দেই তাহলেই কিন্তু মোট মর্টারের আয়তনের হিসাব বেরিয়ে আসে।
আমরা বের করেছি,
দেয়ালের আয়তন- ৪১.৬৭ সিএফটি
একটি সাধারণ ইটের আয়তন- ৯.৫” x ৪.৫” x ২.৭৫” আর আমাদের প্রয়োজনীয় ইটের সংখ্যা ৪৭৮টি। তাহলে মর্টার বাদে মোট ইটের আয়তন হচ্ছে,
৪৭৮ x ৯.৫” x ৪.৫” x ২.৭৫” = ৩২.৫২ সিএফটি
তাহলে মর্টারের আয়তন দাঁড়াল,
৪১.৬৭ - ৩২.৫২ = ৯.১৫ সিএফটি
এটা কিন্তু আমাদের ভেজা মর্টারের আয়তন। সিমেন্ট ও বালুর হিসাব বের করার জন্য আমাদের দরকার শুকনো মর্টারের আয়তন বের করা। এটির হিসাব হলো মোট আয়তনকে ১.৫০ দিয়ে গুণ করতে হবে। তাহলে শুকনো মর্টারের আয়তন দাঁড়াচ্ছে,
৯.১৫ x ১.৫০ = ১৩.৭৩ সিএফটি।
এখন, আমাদের মর্টারে সিমেন্ট ও বালুর অনুপাত ছিল ১:৪। তাহলে শুকনো মর্টারে সিমেন্টের আয়তন হবে,
১৩.৭৩/(১+৪) x ১ = ২.৭৫ সিএফটি। (সাধারণত ঐকিক নিয়মের অংক)
এটা হলো প্রয়োজনীয় সিমেন্টের আয়তন। আমাদের দরকার কতো ব্যাগ সিমেন্ট লাগবে সেই হিসাব। এক ব্যাগে থাকে ১.২৫ সিএফটি সিমেন্ট। তাহলে আমাদের লাগছে,
২.৭৫/১.২৫ = ২.২০ ব্যাগ সিমেন্ট।
এখন শুকনো মর্টারের মোট আয়তন থেকে সিমেন্টের আয়তন বাদ দিলেই তো বালুর আয়তন পেয়ে যাবো। অর্থাৎ,
১৩.৭৩ - ২.৭৫ = ১০.৯৮ সিএফটি।
তাহলে ১০’x১০’ আকারের একটি ইটের দেয়াল নির্মাণ করতে আমাদের লাগবে,
৪৭৮টি ইট, ২.১৬ ব্যাগ সিমেন্ট এবং ১০.৯৮ সিএফটি বালু। সুবিধার জন্য সংখ্যাগুলো রাউন্ড ফিগার করে নেওয়া যেতে পারে। তাতে কাজ শুরু করার পর ম্যাটারিয়াল ঘাটতি পড়ার কোনো ভয় থাকবে না।
আবার একনজের পুরো হিসাবটা দেখে নিই:
দেয়ালের আয়তন,
১০’ x ১০’ x ৫” = ৪১.৬৭ ঘনফুট (সিএফটি) এখানে, ৫” = ০.৪২ ফুট
মর্টারসহ একটি ইটের আয়তন,
১০” x ৫” x ৩” = ০.০৮৭১৫ সিএফটি বা ঘনফুট। এখানে ১ ইঞ্চি = ০.০৮ ফুট।
প্রয়োজনীয় ইট,
৪১.৬৭/০.০৮৭১৫ = ৪৭৮টি।
মর্টার বাদে মোট ইটের আয়তন,
৪৭৮ x ৯.৫” x ৪.৫” x ২.৭৫” = ৩২.৫২ সিএফটি
ভেজা মর্টারের আয়তন,
৪১.৬৭ - ৩২.৫২ = ৯.১৫ সিএফটি
শুকনো মর্টারের আয়তন,
৯.১৫ x ১.৫০ = ১৩.৭৩ সিএফটি।
শুকনো মর্টারে সিমেন্টের পরিমাণ,
১৩.৭৩/(১+৪) x ১ = ২.৭৫ সিএফটি।
অর্থাৎ,
২.৭৫/১.২৫ = ২.২০ ব্যাগ সিমেন্ট।
বালুর আয়তন,
১৩.৭৩ - ২.৭৫ = ১০.৯৮ সিএফটি।
0 Comments