![]() |
দেশের আদি জাত |
বৈশিষ্ট্য
আদি দেশী জাতের গরুর গায়ের রঙ লাল, ধূসর, সাদা, কালো অথবা একাধিক রঙের বিভিন্ন মাত্রার মিশ্রণ হতে পারে। দেহের আকার বিভিন্ন হতে পারে এবং দৈহিক গঠনে ব্যাপক পার্থক্যও দেখা যায়। তবে সাধারণ যে বৈশিষ্ট্যগুলো শনাক্ত করা যায় সেগুলো হলো- মাথা বা মাথার সামনের অংশ অর্থাৎ কপাল বেশ বড়, উত্তল এবং প্রসারিত হাড়ে একটি বর্মের মতো মনে হয়। চোখ দুটো এমনভাবে ঝুলানো যে মনে হয় অর্ধমুদিত বা অর্ধেক বন্ধ। এ জাতের গরু দেখতে খুব একটা আকর্ষণীয় নয়। কানগুলো লম্বা ও ঝুলানো, বড় পাতার মতো হালকা ভাঁজ করা এবং শেষ প্রান্তে একটি খাঁজ রয়েছে।
|আরো পড়ুন
এ জাতের গরুর দুধ ও মাংস উৎপাদন অন্যান্য জাতের চেয়ে উল্লেখযোগ্য পরিমানে কম, এমনকি দেশী চিটাগাং রেড ক্যাটল এবং পাবনা ক্যাটলের চেয়েও কম। তবে আদি জাত হওয়ায় জেনেটিক সোর্স হিসেবে এর গুরুত্ব অপরিসীম।
0 Comments