ছবি: পিক্সাবে ডটকম |
ছাগলের খামার লাভজনক করতে চাইলে প্রাথমিক চিকিৎসাগুলো অন্তত নিজে করতে পারতে হবে। ছাগলের সাধারণত পেট ফাঁপা, অরুচি, উঁকুন, ডায়রিয়া, ওজন কমে যাওয়া, ঠান্ডা লাগ, গায়ে বা পায়ে দাউদ ইত্যাদি সমস্যা বেশি দেখা দেয়। এগুলো চাইলে নিজেই চিকিৎসা করা যায়। নিচে এমনই কিছু সাধারণ এবং সমাধান তালিকা আকারে দেওয়া হলো:
০১. ছাগলের বয়স ৭-৮ মাস ছাগলটির মুখে ও চোখের কাছে দাউদ হয়েছে এর উপায় কী?
সুমিটভেট পাউডার জেলি করে দাউদ এর জায়গায় লাগিয়ে দিতে হবে।
০২. খাসি ছাগলের বয়স ৮ মাস, ঠিকমত খাবার খাচ্ছে না। কী করণীয়?
২০ গ্রামের অর্ধেক ভিজিম্যাক্স পাউডার ১ লিটার খাবার পানির সাথে মিশিয়ে ২-৩ দিন সেবন করাতে হবে।
০৩. পাটি ছাগলের বয়স ২ বছর, পেটে বাচ্চা কী পদক্ষেপ গ্রহণ মোটা তাজা এবং বাচ্চা ভালো হবে।
ভিটামিন এ, বি৩ ইনজেকশন দিতে হবে।
০৪. অনেকগুলো খাসি ছাগল আছে, খাসি ছাগলের বয়স ১.৫ বছর, খাবার খায় কীন্তু বড় ও মোটা তাজা হয় না। করনিয় কী?
প্রথমে কৃমিনাশক ওষুধ দিয়ে কৃমি মুক্ত করে দানাদার জাতীয় খাবার সরবরাহ করলে ছাগলের স্বাস্থ্য ভালো হবে।
০৫. ছাগলের গলা ফুলা
আক্রান্ত ছাগল কে আলাদা করে রাখতে হবে। এরপর ডাক্রারের পরামর্শে অ্যান্টিবায়োটিক অক্সিটেট ১০০ ইনজেকশন প্রদান করতে হবে।
০৬. আমার ছাগলের বাচ্চা বয়স ৭ দিন হলো, মা ও বাচ্চার কাশি হয়েছে, কী করতে হবে?
শুধু, ছাগলের মা কে ইনজেকশন Astavet, 0.5 cc ও Renamycin 100, 1.5 cc অথবা ডাক্তারের পরামর্শে প্রয়োগ করতে হবে।
০৭. ছাগলগুলো শুকায়ে যাচ্ছে।
Helmex ৪ ভাগের ১ ভাগ কলা পাতার সাথে সকাল বেলা ও ভিটামিন Rena AD3 , E ১৫ কেজি / ৩ সি সি মাংসে দিতে হবে ।
০৮. ছাগলের চোখ দিয়ে পানি পড়ে।
সিপ্রো এ ড্রপ, অনুমোদিত মাত্রায় দিনে ৩ বার, ৩ দিন দিতে হবে।
০৯. ছাগল পাতলা পায়খানা করে, ভালো খায় না।
প্রথমে ট্রাইসালফা ট্যাবলেটের ৪ ভাগের ১ ভাগ প্রথম দিন ছাগলকে খাওয়াতে হবে। এর পরের দিন ৮ ভাগের ১ ভাগ খাওয়াতে হবে ২ দিন। এর পর পাতলা পায়খানা দূর হলে হেলমিক্স ৪ ভাগের ১ ভাগ সকালে কলা পাতা দিয়ে খাওয়াতে হবে।
১০. ছাগলের সর্দির সমস্যা
সালফাডিন প্লাস ট্যাবলেট: ছাগলের ৩৫ কেজি ওজনের জন্য ১টি এবং ডিলারজেন: ছাগলের ২৫ কেজি ওজনের জন্য ১টি দিতে হবে।
১১. ছাগলের গা থেকে লোম পড়ে যায়
এম্প্রল ১ গ্রাম ও এক্সপামক্স ১ গ্রাম- ১ লিটার পানিতে মিশিয়ে ৩ দিন খাওয়াতে হবে।
১২. মাঝে মধ্যে ছাগলের চোখ দিয়ে পানি পড়ে ও ছাগল ঠিকমত খায় না।
সিপ্র– এ ড্রপ দিনে ৩-৪ ফোঁটা দিতে হবে । আর খাওয়ার রুচি বাড়ার জন্য এনোরেক্সন ট্যাবলেট সকালে ২টি ও বিকালে ২টি খাওয়াতে হবে ।
১৩. ছাগলের কান দিয়ে পানি পড়ে।
সিপ্রোসিন- এ ড্রপ দিনে ৩ বার ৭দিন পর্যন্ত দিতে হবে ।
১৪. ছাগলের দৈহিক বৃদ্ধি হচ্ছে না ।
বাড়তি দানাদার খাবার, কালাইয়ের ভুসি, ভাতের ফেন খাওয়াতে হবে ।
১৫. ছাগলের পেটে কৃমির সমস্যা।
Paraclear ট্যাবলেট: ৫০ কেজি ওজনের জন্য একটা খাওয়াতে হবে। অর্থাৎ ছাগলের ওজন ১৫ কেজি হলে ৩ ভাগের ১ ভাগ খাওয়াতে হবে। অথবা Helmex ট্যাবলেট: ৭৫ কেজি ওজনের জন্য ১টা ট্যাবলেট খাওয়াতে হবে। অর্থাৎ ছাগলের ওজন ১৫ কেজি হলে ৫ ভাগের ১ ভাগ খাওয়াতে হবে।
বি.দ্র. পাতলা পায়খানা ও পেটে বাচ্চা থেকলে ওষুধ খাওয়ানো যাবে না। ওষুধ সকালে কলাপাতা দিয়ে খাওয়াতে হবে। পরে ছাগলকে ঠান্ডা যায়গায় রাখতে হবে।
১৬. ছাগলের ভিটামিনের অভাব। ঠান্ডা লেগেছে।
ছাগলের ভিটামিনের জন্য Renavit DD পাউডার ৩ চা চামচ গুড়া খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। আর ঠান্ডার জন্য Diagin injection দিতে পারেন।
১৭. একটি দেশি ছাগলের বাথান আছে। বেশ কিছু ছাগলের চোখে ময়লা জমছে এবং চোখ দিয়ে পানি পড়ছে।
২% Boric acid দ্রবণ দিয়ে দিনে তিনবার চোখ পরিষ্কার করতে হবে। সেই সাথে Eye drop. Supraphen। নির্দেশনা: আক্রান্ত চোখে দিনে চারবার তিন ফোঁটা করে ড্রপ দিতে হবে। যদি চোখে ছানি পড়ে থাকে তবে এর সাথে ২% সিলভার নাইট্রেট দ্রবণ আক্রান্ত চোখে দিনে চারবার দুই ফোঁটা করে ড্রপ দিতে হবে।
১৮. একটি দেশি ছাগলের বাথান আছে। হঠাৎ করে অধিকাংশ ছাগল খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। চুপচাপ শুয়ে থাকছে, ছাগলের চেহারা খুব খারাপ হয়ে যাচ্ছে এবং ছাগল শুকিয়ে যাচ্ছে।
পিপিআর রোগের টিকা দেওয়া না থাকলে প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। Inj. Strepto-P 0.5 gm vial, Sig: প্রতি ভায়াল ৩ মিলি ডিসটিলড ওয়াটারের (ফুটানো পানি) সাথে মিশিয়ে মাংসে ইনজেকশন করতে হবে দিনে একবার করে তিন দিন। Inj. Histavet 10 ml vial, Sig: ১ মিলি/২০ কেজি দৈহিক ওজনের জন্য মাংসে ইনজেকশন করতে হবে দিনে একবার করে তিন দিন। Inj. B-50 10 ml vial, Sig: ১ মিলি/১০ কেজি দৈহিক ওজনের জন্য মাংসে ইনজেকশন করতে হবে দিনে একবার করে তিন দিন।
১৯. ছাগলের গায়ে মাঝে মধ্যে জ্বর আসে।
পিপিআর রোগের টিকা দেওয়া না থাকলে প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। Inj. Strepto-P 0.5 gm vial, Sig: প্রতি ভায়াল ৩ মিলি ডিসটিলড ওয়াটারের সাথে মিশিয়ে মাংসে ইনজেকশন করতে হবে দিনে একবার করে তিন দিন। Inj. Histavet 10 ml vial, Sig: ১ মিলি/২০ কেজি দৈহিক ওজনের জন্য মাংসে ইনজেকশন করতে হবে দিনে একবার করে তিন দিন।
২০. একটি ছাগলের খামার আছে। যখন ছাগলের বাচ্চা পেটে আসে তখন অধিকাংশ বাচ্চাই মরে যায় এবং ছাগল দাঁড়াতে পারে না।
আপনার ছাগলগুলো প্রেগনেন্সিট ক্সিমিয়াতে ভুগছে। এ রোগ থেকে রক্ষা পেতে হলে বাচ্চা প্রসবের দুই মাস আগে থেকেই গর্ভবতী ছাগলকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দিতে হবে। বিশেষ করে শর্করা ও ক্যালসিয়ামের অভাব পূরণে দানাদার খাদ্য যেমন: গমের ভুসি, ভুট্টা ভাঙা খাওয়াতে হবে। সেই সাথে প্রতিদিন এক চা চামচ পরিমাণ Pow. DCP খাইয়ে যেতে হবে।
২১. ছাগলের বেশি বেশি পায়খানা হচ্ছে এবং পায়খানার সাথে সাদা সাদা মল দেখা যাচ্ছে।
কৃমির ওষুধ না খাওয়ানো থাকলে খাওয়াতে হবে। এছাড়া Tab. Trisulpha, Sig: প্রথম দিন ১টি এবং ২য় ও ৩য় দিনে অর্ধেক ট্যাবলেট মুখে খাওয়াতে হবে
২২. ছাগল মাঝে মাঝে খাওয়া ছেড়ে দেয় এবং মুখ নড়াচড়া করে না।
Pow. Digitop 20 gm pk, Sig: ১টি প্যাকেট ১ লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। কৃমির ওষুধ না খাওয়ানো থাকলে খাওয়াতে হবে।
২৩. ছাগলের গিরায় গিরায় ব্যাথা, ছাগল হাঁটতে পারছে না।
Inj. Strepto-P 0.5 gm vial, Sig: প্রতি ভায়াল ৩ মিলি ডিসটিলড ওয়াটারের সাথে মিশিয়ে মাংসে ইনজেকশন করতে হবে দিনে একবার করে তিন দিন। Inj. Difenvet 10 ml vial, Sig: ১ মিলি/২০ কেজি দৈহিক ওজনের জন্য মাংসে ইনজেকশন করতে হবে দিনে একবার করে তিন দিন।
২৪. ছাগলের বাথান আছে। ছাগলের খাদ্যের ওপর রুচি কম এবং ঠান্ডা ভাব লক্ষ্য করা যাচ্ছে।
Inj. Renamycine 10 ml vial, Sig: ১ মিলি/১০ কেজি দৈহিক ওজনের জন্য মাংসে ইনজেকশন করতে হবে দিনে একবার করে তিন দিন। Inj. Antihistavet 10 ml vial, Sig: ১ মিলি/২০ কেজি দৈহিক ওজনের জন্য মাংসে ইনজেকশন করতে হবে দিনে একবার করে তিন দিন।
২৫. ছাগলের খামার আছে। ছাগলের প্রচুর পরিমাণে ঠান্ডার ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং নাক দিয়ে অনবরত পানি ঝরছে।
পিপিআর রোগের টিকা দেওয়া না থাকলে প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া Inj. Renamycine 10 ml vial, Sig: ১ মিলি/১০ কেজি দৈহিক ওজনের জন্য মাংসে ইনজেকশন করতে হবে দিনে একবার করে তিন দিন। Inj. Antihistavet 10 ml vial, Sig: ১ মিলি/২০ কেজি দৈহিক ওজনের জন্য মাংসে ইনজেকশন করতে হবে দিনে একবার করে তিন দিন | ছাগলের গায়ে চট জড়িয়ে রাখতে হবে।
২৬. ছাগলের একটি খামার আছে। অধিকাংশ ছাগলের ঠান্ডা ভাব লক্ষ্য করা যাচ্ছে।
Inj. Renamycine 10 ml vial, Sig: ১ মিলি/১০ কেজি দৈহিক ওজনের জন্য মাংসে ইনজেকশন করতে হবে দিনে একবার করে তিন দিন।
২৭. ছাগলের একটি খামার আছে। ছাগলের পাতলা পায়খানা হচ্ছে এবং বদ হজম হচ্ছে।
Tab. Trisulpha, Sig: প্রথম দিন ১টি এবং ২য় ও ৩য় দিনে ১/২ ট্যাবলেট মুখে খাওয়াতে হবে। Pow. Digitop 20 gm pk, Sig: ১টি প্যাকেট ১লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। কৃমির ওষুধ না খাওয়ানো থাকলে খাওয়াতে হবে।
২৮. ছাগরের খামার আছে। ছাগলের পায়ে প্রচুর পরিমাণে উকুন দেখা যাচ্ছে।
Inj. Vermic 5 ml vial, Sig: ১/২ মিলি চামড়ার নিচে ইনজেকশন করতে হবে। প্রতিনিয়ত ছাগলের খামার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। প্রতি মাসে ১ বার করে ০.৫% ম্যালাথায়ন দ্রবনে গোসল করান।
২৯. পেট ফাঁপা
stomavet powder: অর্ধেক প্যাকেট করে তিন দিন খাওয়াতে হবে।
৩০. ডায়রিয়া
Streptosulpha অথবা Sulphadin-S bolus ১/৩৫ কেজি তিন দিন। সঙ্গে Glucolyte ১গ্রাম/লিটার পানিতে দিতে হবে।
৩১. পিপিআর
stomavet powder অর্ধেক প্যাকেট করে ৩ দিন। Sulphadin bolus ৩৫ ওজনের জন্য ১টা হিসাবে খাওয়াতে পারেন , ৩ দিন। অথবা Streptosulpha অথবা Sulphadin-S bolus ১/৩৫ তিন দিন সঙ্গে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে দিতে হবে। অ্যান্টিবায়োটিক : Tab. Renamycin গুঁড়া করে খাবারের সাথে দিতে হবে।
বি.দ্র: অভিজ্ঞ পশুচিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেওয়া ঝুঁকিপূর্ণ। আপনার দীর্ঘ অভিজ্ঞতা না থাকলে অবশ্য চিকিৎসকের পরামর্শ নিয়েই ছাগলকে ওষুধ দিন।
আরও পড়ুন:
ছাগল পালন ম্যানুয়াল: বাচ্চা, বুড়ানি ও খাসির খাদ্য ও যত্ন
0 Comments