সাম্প্রতিক

6/recent/ticker-posts

মাটির স্বাস্থ্য বলতে কী বুঝায়, জানা কেন জরুরি?

মাটির স্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ? বাণিজ্যিক কৃষি যারা করতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা শুধু রাসায়নিক সারের ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন পেতে চান তাদের জন্য এই বিষয়টি জানা খুব জরুরি। কারণ শুধু রাসায়নিক সার দিয়ে ফসল ফলাতে থাকলে পাঁচ বছরের মাথায় সমস্যাগুলো টের পাওয়ার কথা। দেখা যাবে, প্রচুর সার প্রয়োগ করেও আর আশানুরূপ ফলন পাওয়া যাচ্ছে না, সেই সঙ্গে বেড়ে গেছে রোগবালাই। বিশেষ করে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেবে। জমিতে ঘন ঘন সেচ দিতে হবে। কারণ মাটি পানি ধারণক্ষমতা হারিয়ে ফেলবে। এ ধরনের সমস্যা থেকে মুক্ত থাকতে চাইলে মাটির স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। ভালো ফলন পেতে চাইলে মাটির স্বাস্থ্যও ভালো রাখার কোনো বিকল্প নেই। আর এটি সহজেই করার কিছু কৌশল আছে। এর মধ্যে কভার ক্রপ, ক্রপ রোটেশন, জৈবসার, জীবাণুসারের ব্যবহার অন্যতম। নিচের ইন্টারেকটিভ ইনফোগ্রাফের মাটির স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে:

Post a Comment

0 Comments