সাম্প্রতিক

6/recent/ticker-posts

এটিএম (ATM) কার্ড দিয়ে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাবেন কীভাবে

DBBL এর এটিএম (ATM) থেকে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন?

DBBL ব্যাংকের এটিএম (ATM) বুথ থেকে ফান্ড ট্রান্সফার বা অন্য অ্যাকাউন্টে টাকা (ব্যালেন্স) পাঠানোর পদ্ধতি
১. আপনার এটিএম কার্ডটি প্রবেশ করিয়ে PIN নম্বর দিন
২. সিলেক্ট করুন Fund Transfer অপশন
৩. এবার আপনি দুটি অপশন পাবেন। সেখান থেকে সিলেক্ট করুন Third Party Account। এটি হলো আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান।
***৪. Account Number (3rd Party) এ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে Correct বাটনে চাপ দিন। অ্যাকাউন্ট নাম্বার কীভাবে দিবেন নিচে তা ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে।
৫. এবার টাকার পরিমান (Amount) দিন
৬. Correct বাটনে চাপ দিন
কয়েক সেকেন্ড সময় নিয়ে আপনার Transaction সম্পন্ন হবে এবং মেশিন থেকে একটি রশিদ (Confirmation Slip) বের হয়ে আসবে।

ব্যাস, হয়ে গেল আপনার ফান্ড ট্রান্সফার!

*** Third Party Account এ অ্যাকাউন্ট নাম্বার যেভাবে দিতে হবে :
আপনি যে অ্যকাউন্ট নাম্বারে টাকা পাঠাতে চান সেটি ৯ থেকে ১৩ ডিজিটের হতে পারে। নাম্বারটি ১৩ ডিজিটের কম হলে ফান্ড ট্রান্সফারের সময় অবশ্যই ১৩ ডিজিটের বানিয়ে নিতে হবে। এই কাজটি কীভাবে করবেন সেটি নিচের টেবিলে দেওয়া হলো:

ক. 108.101.123  হবে 1081010000123
খ. 108.101.1234  হবে 1081010001234
গ. 108.101.12345  হবে 1081010012345
ঘ. 108.101.123456 হবে 1081010123456


এভাবে আপনি একদিনে ১০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন। এবং সর্বোচ্চ পাঁচবার ট্রান্সফার করা যাবে। অর্থাৎ আপনি এই সর্বোচ্চ ৫০ হাজার টাকা একদিনে একটি অ্যাকাউন্টে পাঁচবারে  অথবা পাঁচটি আলাদা অ্যাকাউন্টে পাঠাতে পারেন। মোট টাকা কোনোভাবেই ৫০ হাজারের বেশি হবে না।

বিশষে দ্রষ্টব্য: এ ক্ষেত্রে দুটি অ্যাকাউন্টই ডাচ বাংলা ব্যাংকের হতে হবে।

Post a Comment

0 Comments